শিরোনাম

সকাল থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

সকাল থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

নিউজ ডেস্ক:

সরকারের ১১ দফা বিধিনিষেধ মেনে বৃহস্পতিবার থেকে ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহন করবে রেলওয়ে কর্তৃপক্ষ। এজন্য সফটওয়্যার আপডেট করা হচ্ছে। আর সে কারণে সকাল থেকে অনলাইনে টিকিট কাটতে পারছে না যাত্রীরা। মঙ্গলবার রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

কমলাপুর রেল স্টেশনে গেলে টিকিট প্রত্যাশীরা অভিযোগ করছেন, অনলাইনে ১৫ জানুয়ারির টিকিট দেওয়া হচ্ছে না।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মহসী দুপুরে বলেন, সফটওয়্যার আপডেট হলে বিকেলের পর থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে।

সাধারণত পাঁচ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। এর আগের বিধিনিষেধের সময় ৫০ শতাংশ টিকিটের অর্ধেক অনলাইনে ও বাকি টিকিট কাউন্টারে বিক্রি করেছিল রেলওয়ে। তবে ভাড়া বাড়ানো হয়নি।

সূত্র:সমকাল, ১১ জানুয়ারি ২২


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.