শিরোনাম

ট্রেনে পাথর নিক্ষেপ পাঁচ যাত্রী কারাগারে

ট্রেনে পাথর নিক্ষেপ পাঁচ যাত্রী কারাগারে

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু সেতু এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা আন্তঃনগর ট্রেনে পাথর নিক্ষেপ ও বগির জানালার গ্লাস ভাংচুরের ঘটনায় লোকাল ট্রেনের আটক পাঁচ যাত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদের সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, পাবনার চাটমোহর উপজেলার ঘোষাল খতবাড়ি গ্রামের আজাহার আলী নামে টিকিটবিহীন এক বয়স্ক যাত্রী গত শনিবার সকাল পৌনে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় স্টেশনে বনলতা ট্রেনে উঠতে যান। এ সময় বনলতা ট্রেনের ‘খ’ বগির অ্যাটেনডেন্ট আবদুল বারি প্রথমে তাকে বাধা ও পরে ধাক্কা দেন। এতে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় স্টেশনে অপেক্ষমাণ ঈশ্বরদী থেকে ঢাকাগামী অন্য একটি লোকাল ট্রেনের কিছু ক্ষুব্ধ যাত্রী পাথর নিক্ষেপ ও ট্রেনের জানালার গ্লাস ভাংচুর করেন।

সুত্র:শেয়ার বিজ, জানুয়ারী ১৩, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.