শিরোনাম

রেলের অব্যবহৃত জমিতে শাক-সবজি চাষের নির্দেশ

ছবি:সংগৃহীত

স্টেশনের সীমার মধ্যে অবস্থিত অব্যবহৃত জমিতে শাক-সবজি চাষে জরুরি নোটিশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ। ওই নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (০৭ মে) ঢাকা বিভাগের ব্যবস্থাপক (ডিআরএম) সালাহ উদ্দীনের আদেশে বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে বিষয়টি জানা যায়।

নোটিশে বলা হয়, ডিআরএম ঢাকা কন্ট্রোলের আদেশ মোতাবেক প্রত্যেক স্টেশনের সীমার মধ্যে অব্যবহৃত জায়গায় শাক-সবজি চাষ করতে বলা হয়েছে। প্রত্যেক স্টেশনের ইনচার্জ নিজ নিজ আওতাধীন পরিত্যক্ত জমিতে শাক-সবজি চাষ করবেন।

উল্লেখ, করোনার কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে মালবাহী ট্রেন চালু ছিল।

সুত্র:বার্তা২৪.কম, ০৭ মে, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

1 Trackbacks & Pingbacks

  1. สล็อตเว็บตรง

Comments are closed.