শিরোনাম

মতামত/ রেলে শিডিউল বিপর্যয়


।। রেল নিউজ ।।
বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থায় শিডিউল বিপর্যয় অনেকটাই নৈমিত্তিক ব্যাপার। ট্রেনে যাতায়াত সুবিধাজনক ও সাশ্রয়ী হওয়ায় দেশের বেশির ভাগ মানুষ যাতায়াতের জন্য ট্রেনকে বেশি প্রাধান্য দেয়। এসব সুবিধার মধ্যে কিছু অসুবিধাও লক্ষ করা যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ট্রেনের শিডিউল অনিয়ম, যেখানে মানুষের প্রত্যাশা সরকারি তত্ত্বাবধানে চলা ট্রেনগুলোর চলাচলের নিয়ম হবে সুন্দর, সেখানে প্রায়ই দেখা যায় ট্রেন তার নির্দিষ্ট সময়ের অনেক দেরিতে স্টেশনে এসে পৌঁছায়।

এতে যাত্রীরা নানা ধরনের ভোগান্তিতে পড়ে। তারা সঠিক সময়ে কর্মক্ষেত্রে বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত হতে পারছে না। এ ব্যাপারে রেলপথ ব্যবস্থাপনা বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মাহিউল ইসলাম
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।


Comments are closed.