শিরোনাম

রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে নারীদের নেওয়া হবে : রেলমন্ত্রী

রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে নারীদের নেওয়া হবে : রেলমন্ত্রী

নিউজ ডেস্ক:
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামীতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে নারী সদস্য যুক্ত করা হবে। বর্তমানে দেশের সব বাহিনীতে নারী সদস্য থাকলেও রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে কোনো নারী সদস্য নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের খুলশীর রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তাবাহিনীর ট্রেনিং সেন্টারে এসব কথা বলেন তিনি।

রেলপথমন্ত্রী বলেন, রেলের অতীতের ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনতে হবে। রেলওয়ের সম্পদ যেগুলো বেদখল হয়েছে সেগুলো উদ্ধার করে সম্পদে পরিণত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এ রেলকে একটি আধুনিক সেবায় নিয়ে যাবেন।

তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশে যে পরিবহন ব্যবস্থা ছিল, এরমধ্যে ৩০ ভাগ কার্যক্রম রেল পরিবহনের মাধ্যমে সম্পন্ন করা হতো। সড়ক পথে ৪৭ ভাগ ও নদী পথে ১৬ ভাগ কাজ সম্পন্ন হতো। কিন্তু এখন ৩০ ভাগ থেকে কমে রেলের সেবা দাঁড়িয়েছে মাত্র ১২ ভাগ।

রেলের সেবা ৩০ থেকে ৪০ ভাগ করা যেতো তাহলে সড়কে এতো চাপ থাকত না উল্লেখ করে রেলপথমন্ত্রী বলেন, রেল পরিবহনে ৩০ থেকে ৪০ ভাগ সেবা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

সুত্র:কালের কন্ঠ, ২ মে, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.