শিরোনাম

ভারতে অবস্থিত হাস্যকর কিছু রেল স্টেশনের নাম, অবাক হবেন না!

রাজস্থানের 'নানা' রেলওয়ে স্টেশন

নিচে ছবির সাথে ক্যাপশন বোঝানোর জন্য প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে। ছবি সহ বিস্তারিত জানার প্রয়োজনে সার্চ ইঞ্জিনের সহায়তা নিতে পারেন।

সকলে জানি বাপ অর্থ বাবা। স্টেশনটি রাজস্থানের যোধপুর জেলায় অবস্থিত পার্শ্ববর্তী বাপ গ্রাম থেকে এটি্র নামকরণ হয়েছে।
হিন্দি বেটিয়া, যার বাংলা অর্থ বেটি বা কন্যা। এটি বিহারের পশ্চিম চম্পারণ জেলায় অবস্থিত।
মাতা স্টেশনের কোড নাম্বার MA, অর্থাৎ মা। এটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের সোলাপুর জেলায় অবস্থিত মানকর্ণ নদীর কাছে মাধেশ্বরী মন্দিরের জন্য পরিচিত।
হিন্দি নানার বাংলা অর্থও একই। রাজস্থানের পালি জেলায় অবস্থিত নানা গ্রামের নামটি পেয়েছে তার প্রাচীন নাম নানকা থেকে।
রাজস্থানের জয়সলমীর জেলায় অবস্থিত একটি রেল স্টেশন যা ওধনিয়া ও চাচা নামক স্থান দুটির মাঝামাঝি অবস্থিত। এতে ‘চাচা’ শব্দটি বেশ আকর্ষণীয়।
শ্যালিকাকে আদর করে “শালি” বলা হয়। ভাবা যায় এই নামেও একটি স্টেশন আছে। ভারতের রাজস্থানের জয়পুর জেলায় অবস্থিত একটি গ্রামের নাম থেকে এটির নামকরণ হয়েছে।

Comments are closed.