শিরোনাম

চট্টগ্রামে রেলওয়ে সমবায় ঋণদান সমিতির ৫ পরিচালক নির্বাচিত


।। রেল নিউজ ।।
চট্টগ্রামের রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পরিচালক পদে পাঁচজন নির্বাচিত হয়েছেন। এছাড়া এর আগে তিনজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচনে ৩ হাজার ৭১৮ জন ভোটার ১৫ জন প্রার্থীর মধ্য থেকে পাঁচজনকে ভোট দিয়ে নির্বাচিত করেন।

সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের সিআরবি, পাহাড়তলী স্কাউট দপ্তর ও পাহাড়তলী কারখানা শাখায় ভোট বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ নম্বর এলাকায় শহিদুল ইসলাম (ঢাকা বিভাগ), ৭ নম্বর এলাকায় শফিকুল ইসলাম (সৈয়দপুর) এবং ৮ নম্বর এলাকায় নজরুল ইসলাম (পশ্চিমাঞ্চল) নির্বাচিত হয়েছেন।

১ নম্বর এলাকায় বিভাগীয় চিফ দপ্তর অফিসের অলিউল্লাহ সুমন, ২ নম্বর এলাকায় রেল স্কুল সিসিএস দপ্তর আরএনবি, মেডিকেল দপ্তরের কামরুল হাসান (আম), ৩ নম্বর এলাকায় প্রকৌশল ও ট্রাফিক বিভাগের পরিচালক গাজী মো. জাহাঙ্গীর (ফুটবল), ৪ নম্বর এলাকার শরিফুল আলম স্বপন (মই) এবং ৫ নম্বর এলাকায় পাহাড়তলী কারখানা শাখার মো. সেলিম (চেয়ার) নির্বাচিত হন। এদের মধ্যে শরিফুল আলম স্বপন রেল শ্রমিক দল এবং মো. সেলিম ও কামরুল হাসান রেল শ্রমিক লীগ সমর্থিত ছিলেন।

সূত্রঃ চট্টগ্রামপ্রতিদিন


Comments are closed.