শিরোনাম

বদরগঞ্জবাসীও ট্রেন পেল

বদরগঞ্জবাসীও ট্রেন পেল

কুড়িগ্রাম থেকে রংপুরের বদরগঞ্জ হয়ে নতুন ট্রেন চলাচলের খবরে আনন্দে ভাসছে সাধারণ মানুষ। বহুল কাঙ্ক্ষিত এ আন্ত নগর ট্রেনটি আগামী ১৬ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করার কথা রয়েছে। এরই মধ্যে বদরগঞ্জসহ স্টপেজ দেওয়া স্টেশনগুলোতে চলছে সংস্কারকাজ। ব্যস্ত সময় পার করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বদরগঞ্জ, রংপুর ও কুড়িগ্রাম স্টেশন পরিদর্শন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ স্টেশন মাস্টার আব্দুল মাজেদ। তাই গতকাল সকাল থেকে বদরগঞ্জ, রংপুরসহ আশপাশের স্টেশন ও লাইনের দুই পাশে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, ‘এই অঞ্চলের মানুষ এত দিন বঞ্চিত ছিল। সংসদে একাধিকবার এ ট্রেনের দাবি করা হয়েছে। এত দিনে এ অঞ্চলের মানুষের সেই স্বপ্ন পূরণ হবে। এ জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানাই।’

সুত্র:কালের কন্ঠ, ৮ অক্টোবর, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

3 Trackbacks & Pingbacks

  1. asic miner
  2. you could try these out
  3. imp source

Comments are closed.