শিরোনাম

যমুনায় রেলসেতু নির্মাণ কাজের উদ্বোধন ১৭ মার্চ

যমুনায় রেলসেতু নির্মাণ কাজের উদ্বোধন ১৭ মার্চ

অবশেষে শুরু হতে যাচ্ছে যমুনা নদীর উপর পৃথক ডুয়েল গেজ রেললাইনের কাজ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনায় রেলসেতু নির্মাণকাজ উদ্বোধন করবেন।

২০১৬ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) যমুনায় পৃথক ডুয়েল গেজ রেললাইন প্রকল্পটি পাশ করে। কিন্তু, এরপর বিভিন্ন জটিলতায় সেই প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

রেল সেতুটি যমুনায় বঙ্গবন্ধু সেতুর পাশে তৈরি করা হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ (৯ জানুয়ারি) ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডুয়েল গেজ রেললাইনের কাজ শুরুর প্রস্তাব পাশ হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছেন, সেতু তৈরির কাজে অর্থায়ন করবে জাপান সরকার।

তিনি বলেছেন, রেলসেতুর খরচ বেড়ে যাওয়া সেই প্রস্তাবটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে নতুন করে পাশ করিয়ে নিতে হবে।

বৈঠক সূত্র জানিয়েছে, জাপানি কোম্পানি সিনাগাওয়া ইন্টারসিটি ১২,৯৫০ কোটি টাকায় এ সেতু তৈরি করবে।

শিডিউল অনুযায়ী ২০২৩ সালের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হবে।

সুত্র: দ্যা ডেইলি স্টার, জানুয়ারী ০৯, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.