শিরোনাম

লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচি


।। নিউজ ডেস্ক ।।
লালমনি এক্সপ্রেস বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। লালমনি এক্সপ্রেস বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাট কে রাজধানী ঢাকার সাথে সংযুক্ত করেছে। এটি ২০০৪ সাল থেকে লালমনিরহাট টু ঢাকা রুটে নিয়মিত চলাচল শুরু করছে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি শুক্রবার। ঢাকা লালমনির দূরত্ব ৪০৫ কিলোমিটার বা ২৫২ মাইল। ঢাকা থেকে লালমনিরহাট স্টেশন পর্যন্ত সময় লাগে ৯ ঘন্টা ৩৫ মিনিট।

লালমনি এক্সপ্রেস (ট্রেন নং ৭৫১/৭৫২) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন। লালমনি এক্সপ্রেসে রয়েছে ১২ টি বগি, যার মধ্যে দিনের বেলা ৬৭২ টি এবং রাতের বেলা ৬৫৭ টি আসন থাকে। ট্রেনটিতে রয়েছে দুইটি খাবার বগি, ডাবল ও সিঙ্গেল কেবিন এর সুবিধা, একটি নামাজ পড়ার স্থান ও মালামাল এর জন্য কুলের ব্যবস্থা ।

লালমনি এক্সপ্রেস এর সময়সূচী
লালমনি এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন লালমনিহাট থেকে ঢাকা নিয়মিত চলাচল করে। সপ্তাহে শুক্রবার (১ দিন) ট্রেনটির সকল কার্যক্রম বন্ধ থাকে। ট্রেনটি প্রতিদিন ঢাকা কমলাপুর স্টেশন থেকে রাত ০৯ঃ৪৫ মিনিটে যাত্রা শুরু করে লালমনিহাটে পৌঁছায় সকাল ০৭ঃ২০ মিনিটে। আবার লালমনিহাট থেকে যাত্রা শুরু করে সকাল ১০ঃ২০ মিনিটে এবং ঢাকা এসে পৌঁছায় রাত ০৭ঃ৫৫ মিনিটে।

স্টেশনছুটির দিনছাড়ায় সময়পৌছানোর সময়
ঢাকা টু লালমনিহাটশুক্রবার২১ঃ৪৫০৭ঃ২০
লালমনিহাট টু ঢাকা শুক্রবার১০ঃ২০১৯ঃ৫৫

লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
ট্রেনটিতে বিভিন্ন রকমের আসন রয়েছে এবং আসন ভেদে ভাড়াও নির্ধারন করেছে বাংলাদেশ রেলওয়ে। শোভন আসনের ভাড়া ৪২০ টাকা, শোভন চেয়ার আসনের ভাড়া ৫০৫ টাকা, প্রথম সিট এর ভাড়া ৬৭৫ টাকা, প্রথম বার্থ এর ভাড়া ১০১০ টাকা, স্নিগ্ধা আসনের ভাড়া ৮৪০ টাকা, এসি সিট এর ভাড়া ১০১০ টাকা এবং এসি বার্থ এর ভাঁড়া ১৫১০ টাকা। আপনার সুবিধা মত লালমনি স্টেশন থেকে অথবা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।

আসন বিভাগটিকেটের মূল্য (১৫% ভ্যাট)
শোভন৪২০ টাকা
শোভন চেয়ার৫০৫ টাকা
প্রথম সিট৬৭৫ টাকা
প্রথম বার্থ১০১০ টাকা
স্নিগ্ধা৮৪০ টাকা
এসি সিট১০১০ টাকা
এসি বার্থ১৫১০ টাকা

লালমনি এক্সপ্রেস ট্রেন যে সকল স্টেশনে নিবে যাত্রা বিরতি

বিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৫১)লালমনিরহাট থেকে (৭৫২)
বিমানবন্দর২২ঃ১২১৯ঃ২১
জয়দেবপুর২২ঃ৪২১৮ঃ৪৭
টাঙ্গাইল২৩ঃ৪০১৭ঃ৫০
বঙ্গবন্ধু সেতু পূর্বে০০ঃ০২১৭ঃ২৮
শহীদ এম মনসুর আলী০০ঃ৩৯১৬ঃ৪৬
উল্লাপাড়া০১ঃ০২১৬ঃ১৮
বড়াল ব্রিজ০১ঃ৩০১৫ঃ৫৫
আজিমনগর০২ঃ১৫১৫ঃ১৬
নাটোর০২ঃ৪২১৪ঃ৪৬
সান্তাহার০৩ঃ১৫১৩ঃ৫৫
বগুড়া০৪ঃ২১১৩ঃ০৮
সোনাতলা০৪ঃ৫০১২ঃ৩৪
বোনারপাড়া০৫ঃ১৩১২ঃ১২
গাইবান্ধা০৫ঃ৩৭১১ঃ৪৮
বামনডাঙ্গা০৬ঃ০৯১১ঃ১৭
পীরগাছা০৬ঃ২৭১০ঃ৫৮
কাউনিয়া০৬ঃ৪৫১০ঃ৪০

About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.