শিরোনাম

তিনটি নতুন রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা


।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশ রেলওয়ের ৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের আওতায় নবনির্মিত ৬০.২০ কিলোমিটার রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ রেলপথ উদ্বোধন করেন তিনি।

টঙ্গী-জয়দেবপুর রেলওয়ে স্টেশন, কসবা-মন্দবাগ এবং শশীদল-রাজাপুর ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এ সময় টঙ্গী-জয়দেবপুর অংশে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদীতে রূপপুর রেলস্টেশনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালপত্র ও যন্ত্রপাতি আনার সুবিধার্থে নির্মাণ করা হয়েছে। স্টেশনটি চালু করতে ৩৩৫ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ২৬ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত লাইনটিতে ট্রেন চলাচল প্রায় ৩৫ বছর ধরে বন্ধ ছিল।

সূত্রঃ ইনকিলাব


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.