শিরোনাম

ট্রেনের টিকিট অনলাইনে শতভাগ বিক্রি

ট্রেনের টিকিট অনলাইনে শতভাগ বিক্রি

যাত্রীবাহী আন্তনগর ট্রেন চালুর দ্বিতীয় দিনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া প্রায় সবগুলো ট্রেনের টিকিট অনলাইনে শতভাগ বিক্রি হয়েছে ।

সোমবার (১ জুন) রাতে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম অনলাইনে টিকিট বিক্রির এই তথ্য গণমাধ্যমকে জানান।

তিনি জানান, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে আজ ৫টি আন্তনগর ট্রেন ছেড়ে গেছে । তার মধ্যে বনলতা, পঞ্চগড়, লালমনি, কালনী এক্সপ্রেস ট্রেনের সবগুলো টিকিট অনলাইনে বিক্রি হয়েছে । শুধুমাত্র সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ২৯৭টি আসনের বিপরীতে টিকিট বিক্রি হয়েছে ২৮৭টি। প্রতিটি ট্রেনে মোট আসনের অর্ধেক টিকিট বিক্রি করা হয়েছে।

তাছাড়া, ঢাকা থেকে সোমবার খুলনাগামী চিত্রা এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ ছিল।

উল্লেখ্য, সরকারের নির্দেশে গত ২ মাস পরে রোববার (৩১ মে) থেকে ৮ জোড়া আন্তনগর ট্রেন চালু হয়েছে।

সূত্র:বার্তা২৪.কম


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.