শিরোনাম

অ্যাপস বা ম্যাসেজের মাধ্যমে জানুন আপনার কাঙ্ক্ষিত ট্রেনের বর্তমান অবস্থান


।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশ ডিজিটালায়নের সাথে সাথে সব এখন হাতের মুঠোয় চলে আসতেছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ে প্রতিষ্ঠানিক ভাবে জানিয়েছে, খুব সহজে এখন ঘরে বসেই অ্যাপ অথবা ম্যাসেজের মাধ্যমে জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ট্রেনের বর্তমান অবস্থান।

চলুন যেনে নেইঃ-

মেসেজঃ মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে TR আপনার ট্রেনের নম্বর লিখে পাঠিয়ে দিন ১৬৩১৮ যে কোন সিম অপরেটর থেকে। এসএমএস চার্জ প্রযোজ্য।

অ্যাপঃ আপনার স্মার্ট ফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন BR xplorer অ্যাপস। BR xplorer অ্যাপে রয়েছে এসএমএস বান্ডেল প্যাকেজ। আপনার প্রয়োজন মত প্যাক কিনে জানতে পারেন আপনার কাঙ্ক্ষিত ট্রেনের অবস্থান। অ্যাপ থেকে কেনা প্রতিটি প্যাকেজের মেয়াদ ৩৬৫ দিন।

BR xplorer অ্যাপসের এসএমএস প্যাকেজ সমূহের বিবরণ
১। স্টার্টার ৫ এসএমএস ১০ টাকা
২। আর্থ ১০ এসএমএস ২০ টাকা
৩। এয়ার ২৮ এসএমএস ৫০ টাকা
৪। ওয়াটার ৫৮ এসএমএস ১০০ টাকা
৫। ফায়ার ১৪৫ এসএমএস ২৫০ টাকা
৬। স্পেস ৩০০ এসএমএস ৫০০ টাকা

সূত্রঃ বাংলাদেশ রেলওয়ে


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

1 Trackbacks & Pingbacks

  1. her comment is here

Comments are closed.