শিরোনাম

রাজশাহী-কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি

রাজশাহী-কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি

নিউজ ডেস্ক: রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ট্রেন চলাচলে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় রেলভবনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে বৈঠক করে দাবি-সংক্রান্ত একটি আধা সরকারি (ডিও) চিঠি দেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রেলমন্ত্রী।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাসিকের পিআরও মোস্তাফিজ মিশু বলেন, ডিও লেটারে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী অঞ্চলের মানুষ ব্যবসা-বাণিজ্য, উচ্চতর শিক্ষা, দর্শনীয় স্থান পরিদর্শন ও ভারত থেকে সহজে চিকিৎসাসেবা পাওয়ার জন্য সরাসরি ট্রেন চলাচলের দাবি জানিয়েছেন।

দর্শনা বর্ডার দিয়ে ভারতের গেদে হয়ে কলকাতায় বর্তমানে মৈত্রী এক্সপ্রেস চলাচল করছে। ঢাকা-কলকাতা এবং খুলনা-কলকাতার মতো রাজশাহী থেকে কলকাতা ট্রেন চলাচল শুরু হলে শস্যভান্ডার খ্যাত উত্তরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ অন্যান্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করেন মেয়র।

সূত্র:সমকাল


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.