শিরোনাম

সিরাজগঞ্জ পৌঁছেছে ভারত থেকে আমদানি করা রেল

সিরাজগঞ্জ পৌঁছেছে ভারত থেকে আমদানি করা রেল

ঢাকা-টঙ্গী-জয়দেবপুর ডুয়েল গেজ ফোরলেন রেললাইন নির্মাণের জন্য ভারত থেকে আমদানি করা রেল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে এসে পৌঁছেছে। ভারত থেকে মালবাহী ট্রেনে রেলগুলো নিয়ে বাংলাদেশের বেনাপোল হয়ে শনিবার দুপুরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে এসে পৌঁছে।

বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান (সেফসি বাংলাদেশ লিমিটেড) এর উচ্চমান সহকারী মো. কবীর আহমেদ বলেন, ঢাকা-টঙ্গী-জয়দেবপুর ডুয়েল গেজ রেললাইন নির্মাণের জন্য ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন (কল্পতরু) এর মাধ্যমে রেলগুলো সিরাজগঞ্জে এনেছি। এখান থেকে সড়ক পথে রেলগুলো বিভিন্ন জায়গায় নেওয়া হবে। মোট ৬ হাজার ৯ শ মেট্রিক টন রেল আনা হবে। এর মধ্যে রেলপথে দিয়ে ৬ হাজার ১ শ মেট্রিক টন ও সড়ক পথে ৮ শ মেট্রিক টন রেল আনা হবে। ৪২টি বগির মধ্যে এর মধ্যে ৩২টি বাংলাদেশে পৌঁছেছে। এই মালামালগুলো পৌঁছানোর পর ঢাকা-টঙ্গী-জয়দেবপুর ডুয়েল গেজ রেললাইন নির্মাণ কাজ শুরু হবে।

সুত্র:কালের কন্ঠ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.