শিরোনাম

জয়পুরহাটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির দাবি

জয়পুরহাটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির দাবি

নিউজ ডেস্ক:
জয়পুরহাট রেলস্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামী- নতুন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতিসহ (স্টপেজ) ঢাকাগামী নীল সাগর, দ্রুতযান ও একতা এক্সপ্রেস ট্রেনের আসন বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ‘চেতনায় জয়পুরহাট’ নামক একটি সামাজিক সংগঠনের ব্যানারে জয়পুরহাট রেল স্টেশনে প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় তিতুমীর এক্সপ্রেস নামে অপর একটি আন্তঃনগর ট্রেন ১০ মিনিট আটকে রেখে ‘প্রতীকী অবরোধ’ কর্মসূচি পালন করা হয়েছে।’ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- চেতনা সামাজিক সংগঠনের নেতা আ স ম তিতাস মোস্তফা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা সভাপতি লোকমান হোসেন প্রমুখ। বক্তারা বলেন, জয়পুরহাটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রাবিরতি কার্যকর না হলেও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সুত্র:যুগান্তর, ২৪ মে ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.