শিরোনাম

কাউনিয়ায় অরক্ষিত দশ লেভেলক্রসিং

কাউনিয়ায় অরক্ষিত দশ লেভেলক্রসিং

ব্রিটিশ আমলের কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনটি উত্তর জনপদের একটি বড় রেল যোগাযোগের মাধ্যম। এ রেলপথে উত্তরের ২ জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটসহ রংপুর বিভাগের ৮ জেলার মানুষ রেলপথে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। রেল ভ্রমণ নিরাপদ। তাই প্রতিদিন কাউনিয়া রেল জংশন স্টেশন দিয়ে ৯টি আন্তঃনগর, ৮টি মেইল, ৪টি লোকাল ও ৬টি কমিউটার (ডেমু) ট্রেন যাতায়াত করে। নিরাপদ ভ্রমণের এ ট্রেন যাতায়াতের রাস্তায় ১০টি লেভেলক্রসিং এখন মরণ ফাঁদ। ওই ১০টি লেভেলক্রসিং রাস্তা দিয়ে দিন-রাত মানুষ ও গবাদি পশু চলাচল করলেও লেভেলক্রসিংগুলোতে নেই রেল কর্তৃপক্ষের কোনো গেট, পাহারাদার বা গেটম্যান। এ কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা আর প্রাণহানি। একইভাবে রেল দুর্ঘটনা ঘটছে উপজেলার কাউনিয়া থানা লেভেলক্রসিং, খোপাতী তপসীডাঙ্গা, পাঞ্জরভাঙ্গা, শহীদবাগ বাজার, বুদ্ধির বাজার বাঁধের রাস্তা, গদাই স্কুলের পাড়, মহেশা রেল ঘুন্টি, মৌল লেভেলক্রসিং, বল্লভ বিষু চেয়ারম্যানবাড়ী লেভেলক্রসিংয়ে। এসব লেভেলক্রসিং এখন মানুষ ও গবাদি পশুর মরণ ফাঁদে পরিণত হয়েছে। অথচ এ ব্যাপারে কর্তৃপক্ষ সম্পূর্ণ নীরব। এ বিষয়ে কাউনিয়া উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা সভায় অনেক আলোচনা ও সিদ্ধান্ত হলেও কাজের কাজ কিছুই হয়নি। সভার সিদ্ধান্তের কার্যকরী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনও কোনো ভালো ফল পাওয়া যায়নি। কাউনিয়া রেলস্টেশন মাস্টার আবদুর রশীদ জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না।

সুত্র:যুগান্তর, ২৮ জানুয়ারি ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.