শিরোনাম

ট্রেনে চাদর, কম্বল ও বালিশ সরবরাহ স্থগিত

ট্রেনে চাদর, কম্বল ও বালিশ সরবরাহ স্থগিত

নিউজ ডেস্ক: সিদ্ধান্তের একদিন পরই ট্রেনের উচ্চশ্রেণির যাত্রীদের জন্য চাদর, কম্বল ও বালিশ সরবরাহ স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল বুধবার রেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে রেলওয়ে জানিয়েছিল, আগামী ৫ সেপ্টেম্বর থেকে রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর, কম্বল ও বালিশ সরবরাহ করা হবে। এই সিদ্ধান্তের পরদিন গতকাল বুধবার রেলওয়ে জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর রাত্রিকালীন উচ্চশ্রেণির যাত্রীদের জন্য ট্রেনের ভেতর চাদর কম্বল ও বালিশ সরবরাহ করা হবে না। বিদ্যমান বেডিং চার্জ টিকিটের মূল্য থেকে বাদ দিতে হবে। স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে গত ৩১ মে থেকে করোনাকালীন ট্রেনের ভেতরে এই সার্ভিস বন্ধ রয়েছে। উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর থেকে আরো ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।

সূত্র:ইত্তেফাক, ২৭ আগস্ট, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.