শিরোনাম

কুমিল্লা রেলস্টেশনে যাত্রীদের দুর্ভোগ

কুমিল্লা রেলস্টেশনে যাত্রীদের দুর্ভোগ

কুমিল্লার রেলস্টেশনটি প্রতিষ্ঠিত হয় ১৮৯৫ সালে। গত ১০ বছর ধরে প্লাটফরমের উন্নয়ন হলেও দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না যাত্রীদের। এই রেলস্টেশন হয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী ও চাঁদপুরসহ সারা দেশে কমপক্ষে ৩৮টি ট্রেন চলাচল করছে। কুমিল্লা এখন মহানগরী। প্রথম শ্রেণির এই স্টেশনটির প্লাটফরম সামান্য বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যায়। এ সময় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এছাড়াও প্লাটফরম দিয়ে অবাধে চলছে মোটরসাইকেল। যাত্রীদের কেউ কেউ তাদের মালামাল নিয়ে অটোরিকশা, ইজিবাইক, পিকআপসহ ঢুকে পড়ছেন প্লাটফরমে। এই যখন অবস্থা তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একেবারেই নীরব। তাই বাড়ছে যাত্রীদের দুর্ভোগ।

সরকার সারা দেশে বেশ ক’টি রেলস্টেশন রি-মডেলিংয়ের নামে সংস্কার শুরু করে। কুমিল্লা স্টেশনের সংস্কার শুরু হয় ১৯৯২ সালে। এরপর প্রায় একযুগ বন্ধ থাকার পর ২০০৪ সালের পর আবারো সংস্কার শুরু হয়। সাম্প্রতিক সময়ে স্টেশনটির উন্নয়ন বলতে উত্তর-দক্ষিণে প্লাটফরমের সম্প্রসারণ। উন্নয়ন বা সংস্কারের তালিকায় ছিল ফ্লোর মোজাইককরণ, প্লাটফরমের সীমানা প্রাচীর, টিকেট কাউন্টার, প্লাটফরমজুড়ে বৈদ্যুতিক পাখা, যাত্রীর বসার বেঞ্চ ইত্যাদি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ফ্লোর নির্মাণের অল্পকিছু দিনের মধ্যে অধিকাংশ মোজাইক উঠে গেছে। ২০১৭ সালে প্লাটফরমের টিনের নতুন শেড বসানো হয়েছে, তবে বিভিন্ন স্থান দিয়ে বৃষ্টিতে প্লাটফরম পানিতে সয়লাব। শত শত যাত্রী দুর্ভোগ পোহালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা দেখেন না। দায়সারা কাজের কারণে সামান্য বৃষ্টিতে প্লাটফরম এইভাবে ভেজে বৃষ্টির সময়ে। এদিকে ওয়েটিং রুম বা বিশ্রামাগারের কোনো কোনোটায় টয়লেট সুবিধা না থাকায় যাত্রীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য দ্রুত এইসব সমস্যার সমাধান করা হোক।

মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০

সুত্র:ইত্তেফাক, ০২ অক্টোবর, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

3 Trackbacks & Pingbacks

  1. Watch hot xxx video
  2. Dnabet
  3. judi slot online

Comments are closed.