শিরোনাম

বেনাপোল স্টেশনে গুডস ইউয়ার্ড উদ্বোধন


।। নিউজ ডেস্ক ।।
বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে বাণিজ্য গতিশীল করতে বেনাপোল রেলওয়ে স্টেশনের নবনির্মিত গুডস ইয়ার্ডের (পণ্য রাখার বিশাল উঠান) উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ২টার দিকে বেনাপোল রেলওয়ে স্টেশনে নবনির্মিত গুডস ইয়ার্ড উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের পাকশী ডিভিশনাল ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম।

এসময় তিনি জানান, বেনাপোল বন্দর দিয়ে আগে স্থলপথে ট্রাকে পণ্য আমদানি হতো। বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে স্থলপথের পাশাপাশি রেলপথেও পণ্য আমদানি বেড়েছে। এ বন্দর দিয়ে রেলপথে আমদানি বাড়াতে ও ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সেজন্য বেনাপোল বন্দরে রেল ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। এছাড়া এ বন্দর দিয়ে রেলে আমদানি বাড়াতে বেনাপোল রেলওয়ে স্টেশনের জায়গা অধিগ্রহণসহ আরো কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা আগামী ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। নবনির্মিত এ ইয়ার্ড নির্মাণ করতে ব্যয় হয়েছে তিন কোটি ৭০ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, বিভাগীয় প্রকৌশলী (পাকশী-১) বিরবল মণ্ডল, বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান, উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্সের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: বাংলানিউজ২৪


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.