শিরোনাম

ডিসেম্বরের শেষ সপ্তাহেই চলবে মেট্রো রেল


।। রেল নিউজ ।।
এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যেই চালু হতে যাচ্ছে ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেল। প্রথমদিকে ১০টি ট্রেন দিয়ে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রেল চলাচল শুরু হবে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের অগ্রগতি পরিদর্শন শেষে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এসব তথ্য জানান।

এমএএন সিদ্দিক বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেলের নির্মাণকাজ চলমান রয়েছে। ডিসেম্বরের শেষের দিকে শুধু উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল করবে।

তিনি বলেন, মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলেই তারিখ নির্ধারণ করা হবে। বর্তমানে মেট্রোরেলের বহরে ১২টি ট্রেন রয়েছে। এর মধ্যে শুরুতে ১০টি ট্রেন চলাচল করবে। বাকি দুটি স্ট্যান্ডবাই থাকবে। পথে কোনো সমস্যা হলে ট্রেন দুটি ব্যবহার করা হবে।

প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, মেট্রোরেলের আগারগাঁও থেকে কমলাপুর অংশ ২০২৩ সালের ডিসেম্বরে চালু হবে। তখন ২৪টি ট্রেন ফুল ফেজে চলবে।


2 Trackbacks & Pingbacks

  1. códigos lucrativos paga mesmo
  2. content

Comments are closed.