শিরোনাম

আজ রেল দিবস, চলবে সপ্তাহব্যাপী


।। রেল নিউজ ।।
আজ ১৫ নভেম্বর, রেলওয়ে দিবস। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জাগতি পর্যন্ত ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন চালু করা হয়। এরপর থেকে এটিকে কেন্দ্র করে ২০২০ সাল থেকে রেল দিবস পালন করছে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে।

রেল দিবস উপলক্ষে আজ মঙ্গলবার থেকে সপ্তাহব্যাপী রেলওয়ে সেবা সপ্তাহ পালন করবে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের ১৬০ বছরের ইতিহাসে এবার তৃতীয়বারের মতো পালন হচ্ছে দিবসটি। দিবস উপলক্ষে কমলাপুর রেলস্টেশনে অনুষ্ঠিত হবে আলোচনাসভা।

রেলওয়ের টাস্কফোর্স কমিটি বিভিন্ন স্টেশন ও ট্রেন পরিদর্শন করবে। এ ছাড়া রেল দিবস উপলক্ষে স্টেশনগুলো ব্যানার-ফেস্টুন দিয়ে সজ্জিত করাসহ বিভিন্ন ধরনের সচেতনতাবিষয়ক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


Comments are closed.