শিরোনাম

চুয়াডাঙ্গার দর্শনা রেল ইয়ার্ডে চোরচক্রের হানা


।। নিউজ ডেস্ক ।।
চুয়াডাঙ্গার দর্শনা রেল ইয়ার্ডে ভারত থেকে আমদানি করা গম রেলপথ দিয়ে দর্শনা ইয়ার্ডে এসে পৌঁছায়। এসময় ওই ইয়ার্ডে বিপুল পরিমাণ গম মজুদ ছিল। গত রাতে ২০-২৫ জনের একটি চোরচক্র ওই গম চুরি করতে হানা দেয়। এসময় রেলওয়ে নিরাপত্তাকর্মীরা চুরি ঠেকাতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় চোর সদস্যরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে গুলি বর্ষণ করে নিরাপত্তাকর্মীরা। এসময় গম ফেলেই পালিয়ে যায় চোররা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার (১৮ জানুয়ারি) মধ্যরাতে দর্শনা রেল বন্দরের ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দর্শনা সার্কেলের ইনচার্জ ইন্সপেক্টর হাসান শিহাবুল ইসলাম, জানমাল রক্ষার্থে তিন রাউন্ড গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি দর্শনা থানা পুলিশকে জানানো হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। চোর চক্রের সদস্যদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

সূত্রঃ বাংলানিউজ২৪


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.