শিরোনাম

রেলওয়ে ওয়েম্যানের ১৩৮৫ পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ


বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যানের ১৩৮৫টি পদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২টি জেলা বাদে ৬২ জেলার প্রার্থীদের আবেদন করার সুযোগ ছিল। তবে সংশোধিত নিযোগ বিজ্ঞপ্তিতে ৪টি জেলার প্রার্থীদের আবেদনের সুযোগ রাখা হয়নি।

সংশোধিত বিজ্ঞপ্তি অনুসারে, পাবনা, লালমনিরহাট, কুষ্টিয়া ও গাইবান্ধা জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা এসএসসি বা সমমান পাস। বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। এ পদের বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।

বয়সসীমাঃ ২০২৩ সালের ২৫ জানুয়ারি সাধারণ প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।

আবেদন ফিঃ অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন লিঙ্ক: http://br.teletalk.com.bd/brwman/err.php?err=550

আবেদনের শেষ সময়: ২ মার্চ ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

সূত্রঃ বাংলাদেশ রেলওয়ে


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.