শিরোনাম

ট্রেন দুর্ঘটনার দায়ে বরখাস্ত গ্রিসের পুলিশ প্রধান


।। আন্তর্জাতিক ডেস্ক ।।
গ্রিসের জাতীয় পুলিশের প্রধানকে বরখাস্ত করা হয়েছে। দেশটির সবচেয়ে মারাত্মক ট্রেন ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের কয়েক দিন পর শনিবার (১৮ মার্চ) এ পদক্ষেপ নেয়া হয়। এ ব্যাপারে গ্রিক প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পুলিশ প্রধান কনস্টান্টিনোস স্কুমাসকে তার পদে নিশ্চিত হওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে অব্যাহতি দেয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তের জন্য কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। ২৮ ফেব্রুয়ারির গ্রিসে দুটি ট্রেনের সংঘর্ষে ৫৭ জন নিহত হয়েছিল। এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে গ্রিসে বিক্ষোভ শুরু হয় এবং পুলিশ ব্যাপক জনসমালোচনার সম্মুখীন হয়।

বৃহস্পতিবার সর্বশেষ বিক্ষোভে দাঙ্গা পুলিশের একটি দল এথেন্সের কেন্দ্রীয় সিনটাগমা স্কোয়ারে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর আক্রমণ করতে দেখা গেছে। ট্রেন বিপর্যয় কয়েক সপ্তাহের ক্ষুব্ধ এবং মাঝে মধ্যে সহিংস বিক্ষোভের জন্ম দিয়েছে। ফলে দেশটিতে মে মাসে প্রত্যাশিত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের রক্ষণশীল সরকারের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে।

সূত্রঃ নয়াদিগন্ত


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.