শিরোনাম

না.গঞ্জের পুরাতন রেল লাইন সরানো হচ্ছে


।। রেল নিউজ ।।
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে পুরাতন লাইন গুলো তুলে নতুন করে স্থাপনের কাজ শুরু হয়ে গেছে। দেশি-বিদেশি প্রায় শতাধিক শ্রমিক এই কাজে নিয়জিত রয়েছেন।

আজ সোমবার (৫ নভেম্বর) সকাল পর্যন্ত কমলাপুর আইসিডি গেট থেকে গোপীবাগ পর্যন্ত পুরাতন রেললাইন খুলে ফেলা হয়েছে।

এর আগে ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এই সংস্কার কাজ। এসব লাইন দ্রুত খুলার কাজে বেকু ব্যবহার করা হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মাসেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেললাইন নির্মাণের কাজ চলছে। কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল ৪ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে দ্রুত এই লাইনে আবার ট্রেন চলাচল শুরু হবে।

ট্রেন চলাচল কত দিন বন্ধ থাকবে, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। তবে রেলের কর্মকর্তারা জানিয়েছেন, এ কাজ শেষ করতে সাড়ে তিন মাস লাগতে পারে।

এদিকে, চলমান কাজের ট্রেন লাইন বন্ধ ঘোষণা বাস্তবায়নের পর থেকে নারায়ণগঞ্জ থেকে যাত্রীদের বাধ্য হয়ে বাসে করে ঢাকায় যাতায়াত করতে হচ্ছে।


1 Trackbacks & Pingbacks

  1. important source

Comments are closed.