শিরোনাম

ঢাকা সিলেট রোডে ৪টি বিরতিহীন নতুন আন্ত:নগর ট্রেনের দাবিতে স্মারক লিপি প্রদান

ঢাকা সিলেট রোডে ৪টি বিরতিহীন নতুন আন্ত:নগর ট্রেনের দাবিতে স্মারক লিপি প্রদান

নিউজ ডেস্ক: ঢাকা সিলেট রোডে ৪টি বিরতিহীন নতুন আন্ত:নগর প্রদান, আজিম পুর হতে ডাবল লাইন নির্মাণ, অবৈধ স্টেশনে যাত্রা বিরতি বন্ধ সহ বিভিন্ন দাবিতে রেল মন্ত্রী মুজিবুল হকের কাছে সিলেট বিভাগ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন পরিষদের উদ্যোগে স্মারক লিপি প্রদান করা হয়।

গত মঙ্গলবার ১৭ জুলাই দুপুর ১:৩০ ঘটিকায় রেল মন্ত্রী মুজিবুল হক এমপি এর কাছে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সিএম তোফায়েল সামির নেতৃত্বে বিভিন্ন দাবি নিয়ে স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এম এ রউফ, এম কে সোহেল, এড. জসিম উদ্দিন, ক্যাপ্টেন মিজান, নাজমুল ইসলাম লাকি প্রমুখ।

স্মারক লিপিতে আরও উল্লেখ্য করা হয় প্রত্যেক ট্রেনে ২০ টি করে নতুন বগি প্রদান, এসি ও প্রথম শ্রেণীর আসন বৃদ্ধি, ভৈরব, বিবাড়ীয়া ও বড় স্টেশনের আউটারে ট্রেন থামিয়ে অবৈধ যাত্রী ওঠানামা ও মাদক পাচার বন্ধ করা , বাহির থেকে ট্রেনে ইট, পাথর ছোড়া বন্ধ করা, হিজড়েদের অসভ্য আচরণ বন্ধ, টিকেট কালোবাজারি রোধ করতে হবে, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও কুলাউড়াসহ স্টেশনগুলো আধুনিকায়ন ,পুরাতন স্টেশনগুলো চালুর করা।

সুত্র:দৈনিক শায়েস্তাগঞ্জ, ১৭জুলাই ২০১৮


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.