শিরোনাম

রাজশাহীর সঙ্গে সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীর সঙ্গে সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: আজ থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহীর সঙ্গে সকল যাত্রীবাহী ট্রেন সার্ভিস বন্ধ ঘোষণা করেছে রেল মন্ত্রণালয় বিভাগটিতে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত জানিয়েছে।

যারা ইতিমধ্যে টিকিট অনলাইনে বা সরাসরি কেটেছেন তারা টাকা ফেরত পাবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ জুন শুক্রবার মধ্যরাত থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীবাহী সব ট্রেন বন্ধ থাকবে।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দেওয়ার পর গত ৫ এপ্রিল সরকার নানা বিধিনিষেধ আরোপের সঙ্গে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিলো। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি দেখে ২৪ মে থেকে পুনারায় চলাচলের ঘোষণা দেয় রেলওয়ে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ করোনা পজিটিভ ছিলেন। আর বাকি ৮ করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রাজশাহীর সর্বোচ্চ ৮ মারা গেছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৬ ও নাটোরের ১ জন রয়েছেন।

সূত্র:শেয়ার বিজ, জুন ১১, ২০২১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.