শিরোনাম

ট্রেনের ২৬৫০ লি. চোরাই ডিজেলসহ আটক ৪

ট্রেনের ২৬৫০ লিটার চোরাই ডিজেলসহ আটক ৪

নিউজ ডেস্ক:
নাটোরের লালপুরে ট্রেনের দুই হাজার ৬৫০ লিটার চোরাই ডিজেলসহ চারজনকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার শ্রীরামগাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো—শ্রীরামগাড়ী গ্রামের রইচ উদ্দিনের ছেলে চান মিঞা, ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মাদপুর গ্রামের নুরু শেখের ছেলে বিপুল শেখ, আব্দুর রহিমের ছেলে মিজাউল ইসলাম ও আতাইকুলা উপজেলার মধুপুর গ্রামের মজিদ মণ্ডলের ছেলে সায়েদুল ইসলাম।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীরামগাড়ী গ্রামে অভিযান চালায়। এ সময় ট্রেনের ইঞ্জিনের ১৩ ড্রাম চোরাই ডিজেলসহ চারজনকে আটক করা হয়। ১৩টি ড্রামে তেল ছিল দুই হাজার ৬৫০ লিটার। আটককৃতদের কাছ থেকে তেল বিক্রির ৯ হাজার ৮০০ টাকা, চারটি মোবাইল ফোন, সাতটি সিম কার্ড, তিনটি মেমোরি কার্ড ও একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।

সুত্র:কালের কন্ঠ, ৯ সেপ্টেম্বর, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.