শিরোনাম

আগুন জ্বালিয়ে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ করায় অজ্ঞাতনামা মামলা


রাবি’র চারুকলা অনুষদের সামনে রোববার (১২ মার্চ) রাতে শিক্ষার্থীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করেন। এতে রেলওয়ের প্রায় ১৮ হাজার টাকার সম্পদ ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় সোমবার (১৩ মার্চ) রাতে স্থানীয় রেলওয়ে পুলিশ থানায় একটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের উপ-সহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে রাজশাহী জেনারেল রেলওয়ে পুলিশ থানায় এ মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জেনারেল রেলওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার জানান, মামলায় ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের আওতায় দায়ের করা এই মামলায় আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ এবং রেলওয়ের প্রায় ১৮ হাজার টাকার সম্পদ ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, আগুন জ্বালিয়ে রেললাইনের ওপর বিক্ষোভ করার সময় বিক্ষুব্ধ জনতা ৯২টি ইলাস্টিক রেলক্লিপ খুলে নিয়ে যায়। তারা ৩টি কাঠের স্লিপারের ক্ষতিসাধন করে এবং ১টি কাঠের স্লিপার চুরি করে নিয়ে যায়।

সূত্রঃ চ্যানেল ২৪


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

3 Trackbacks & Pingbacks

  1. superkaya88
  2. modesta coating
  3. find this

Comments are closed.