শিরোনাম

আনন্দদায়ক শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে ট্রেন

আনন্দদায়ক শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে ট্রেন

মোঃ আতিকুর রহমান:
একটি আন্তঃনগর ট্রেন। কবি শামসুর রহমানের ‘ট্রেন’ কবিতার মতো এ ট্রেনটি ছুটে চলে না, বরং প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে। আর প্রতিদিন ট্রেনটিতে জ্ঞান অর্জনের জন্য বই-খাতা নিয়ে যাত্রী হয়ে ওঠে একদল কমলমতি শিশু। যে স্কুল আগে তেমন কেউ চিনতো না, ছাত্র-ছাত্রীদের সংখ্যাও ছিল কম। সেই সাদামাটা স্কুল এখন ট্রেনের আদলে রঙ করায় সাড়া ফেলেছে দেশব্যাপী। শুধু তাই নয়, স্কুলের নামই হয়ে গেছে “ট্রেন স্কুল “।

দেশের বিভিন্নপ্রান্ত থেকে মানুষজন কেবল দেখতেই আসছেন না, বরং এলাকার অন্যান্য স্কুল থেকে শিক্ষার্থীরাও চলে আসছে এখানে। এ দৃশ্য কেবল আমাদের দেশেই নয়, পার্শ্ববর্তী দেশেও দেখা যায়। এর দ্বারা ইহাই প্রমাণ হয়- শুধু যাত্রী আর মালামাল পরিবহনই নয়, ট্রেনের রয়েছে সামাজিক শক্তি। রহমান:


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.