শিরোনাম

মেদিনীপুর ওরশের জন্য ভারতের বিশেষ ট্রেন

মেদিনীপুর ওরশের জন্য ভারতের বিশেষ ট্রেন

রাজবাড়ী থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর ওরশে যাচ্ছে বিশেষ ট্রেন ‍যাচ্ছে। এবার ট্রেনে ২ হাজার ৩৩৩ বাংলাদেশি পুণ্যার্থী থাকছেন। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, ভারতের রেলওয়ে বিভাগ ২৪টি খালি বগি রাজবাড়ী পাঠাবে। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজবাড়ী থেকে এই ট্রেন ছাড়বে। মেদিনীপুর পৌঁছাবে ১৭ ফেব্রুয়ারি। আবার মেদিনীপুর থেকে ১৮ ফেব্রুয়ারি ট্রেনটি ছেড়ে আসবে। গেদে-দর্শনা সীমান্ত হয়ে ট্রেনটি ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছাবে।

প্রতিবছর মেদিনীপুরের হজরত আলী আবদুল কাদের সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরী আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরী (আ.) বার্ষিক ওরস শরীফ হয়। এই ওরশ উপলক্ষে ভারত সরকার থেকে বাংলাদেশিদের জন্য বিশেষ ট্রেন দেয়।

সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম , ২০২০-০২-১২


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

3 Trackbacks & Pingbacks

  1. spin238
  2. redirected here
  3. tire stores near me

Comments are closed.