শিরোনাম

আটোয়ারীতে রেলক্রসিংয়ে গেট কিপারের দাবিতে রেলপথ অবরোধ

আটোয়ারীতে রেলক্রসিংয়ে গেট কিপারের দাবিতে রেলপথ অবরোধ

নিউজ ডেস্ক: আটোয়ারীতে গেট কিপারের দাবিতে রেলপথ অবরোধ করার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় কাঞ্চন এক্সপ্রেস পার্বতীপুর থেকে ছেড়ে পঞ্চগড় অভিমুখে যাওয়ার সময় উপজেলার কিসমত রেল ষ্টেশন সংলগ্ন রেলঘুমটি এলাকায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রেনটির গতিপথ রোধ করে।

এসময় ট্রেনটি থামালে বিক্ষুব্ধকারীরা আটোয়ারী-বোদা পাকা সড়কের রেলঘুমটি এলাকায় রেল ক্রসিংয়ে দীর্ঘদিন হতে গেট কিপারবিহীন ট্রেন চলাচল করার প্রতিবাদ জানায়। এতে অহরহ ছোটখাট দুর্ঘটনা ঘটছে বলে তারা প্রতিবাদ করে। তারা জানায়, সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় আইয়ুবুল নামের এক মোটরসাইকেল আরোহী পঞ্চগড় থেকে ছেড়ে আসা চলন্ত ডেম্যু ট্রেনের পিছনের বগিতে ধাক্কা লেগে রাস্তায় লুটিয়ে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তার ব্যবহূত মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এ অবস্থায় প্রায় ২৫/৩০ মিনিট ট্রেনটি অবরোধে থাকার পর কাঞ্চন এক্সপ্রেসের দায়িত্বরতরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে পূরণ করা হবে বলে আশ্বাস দিলে রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ও আটোয়ারী থানার ও.সি জয়ন্ত কুমার সাহার মধ্যস্থতায় কিসমত স্টেশন ট্রেনটি ছেড়ে যায়।
সুত্র:ইত্তেফাক, ২৭ অক্টোবর, ২০১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.