শিরোনাম

রেলমন্ত্রীর গাড়ি থামিয়ে দাবি জানালেন আন্দোলনরত শ্রমিকরা

ফাইল ফটো

।। রেল নিউজ ।।
চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে নামা রেলের অস্থায়ী শ্রমিকরা (টিএলআর) রোববার (২৩ অক্টোবর) রেলভবনের সামনে অবস্থান নেন। বিকেল ৩টার দিকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অফিস থেকে বের হলে প্রধান ফটকে তাঁর গাড়ি থামিয়ে দাবি দাওয়া জানান শ্রমিকরা।

মন্ত্রী আন্দোলনকারীদের বলেন, আউট সোর্সিংয়ের মাধ্যমে অস্থায়ী কর্মীরা নিয়োগ পেতে পারে। কিন্তু চাকরি স্থায়ী করার সুযোগ নেই। এসময় আন্দোলনকারীরা ‘না’ ‘না’ স্লোগান দেন। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে মন্ত্রীর গাড়ি চলে যায়।

শ্রমিকরা প্রধান ফটকে অবস্থান নেওয়ায় আগেই রেলভবনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। মন্ত্রী চলে যাওয়ার পর শ্রমিকরা, কমলাপুরে ফিরে গিয়ে বিভাগীয় রেল ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে বসেন। চাকরি স্থায়ীকরণসহ ছয় দাবিতে গত সপ্তাহ থেকে তারা সেখানে অবস্থান করছেন।

শ্রমিক পদগুলো কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে (আউট সোর্সিং) পূরণের সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলে শ্রমিক পদ প্রায় ২৩ হাজার। তবে বহু বছর ধরে এসব অস্থায়ী শ্রমিক কাজ করছেন। বর্তমানে এমন শ্রমিকের সংখ্যা প্রায় সাত হাজার।

গাজীপুরে গেইটকিপার হিসেবে কর্মরত মো. কারিমুল্লাহ জানান, ১৯৮৫ সালের নিয়োগবিধি অনুযায়ী অস্থায়ী শ্রমিক হিসেবে তিন বছর কাজ করলে চাকরি স্থায়ী হবে। তিন বছর দুই মাস ধরে তিনি চাকরি করছেন। ২০২০ সালের চাকরিবিধি অনুযায়ী অস্থায়ীদের স্থায়ীকরণের সুযোগ নেই। কিন্তু যারা নতুন চাকরি বিধির আগে থেকে কাজ করছেন, তাদের অবশ্যই স্থায়ী করতে হবে।

লালমনিরহাটের বড়খাতায় গেইটকিপার হিসেবে কর্মরত শফিউল ইসলাম জানান, ১৩ বছর ধরে চাকরি করছেন। ১৪ হাজার ৯০০ টাকা মূল বেতন পান। আর কোনো ভাতা পান না। ঈদে বোনাসও পাননি। একদিন ছুটি নেই। ছুটি নিলে মজুরি কাটা হয়। ১৩ বছর চাকরির পর রেল তাড়িয়ে দিলে কোথায় যাবেন?

সূত্রঃ সমকাল


Comments are closed.