শিরোনাম

ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ চেয়ে লিগ্যাল নোটিশ

ট্রেনে নারীদের জন্য আলাদা কামরা বরাদ্দ চেয়ে লিগ্যাল নোটিশ

নারীরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন, সেজন্য ট্রেনে তাদের জন্য আলাদা কামরা বরাদ্দের বাস্তবায়ন চেয়ে রেলপথ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

রেল মন্ত্রণালয় ছাড়া নোটিশের বিবাদীরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শক।

জনস্বার্থে ডাক ও রেজিস্ট্রার যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

আইনজীবী নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ রেলওয়ে আইন, ১৮৯০’ এর ৬৪ ধারায় নারীদের জন্য একটি কামরা বরাদ্দ রাখার বিধান থাকলেও এখন পর্যন্ত আইনটি বাস্তবায়ন হয়নি। এজন্য লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে।

আইনজীবী আজমল হোসেন খোকন জানান, প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক একটি কামরার কথা বলা থাকলেও সেটি কোনো ট্রেনে বাস্তবায়ন না হওয়ায় এ নোটিশ পাঠানো হয়েছে।

সূত্র:জাগোনিউজ২৪,কম, ১৩ অক্টোবর ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

2 Trackbacks & Pingbacks

  1. important link
  2. Kohls

Comments are closed.