শিরোনাম

ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত

ময়লা-আবর্জনা পরিষ্কার না করায় স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক: রেলওয়ে স্টেশনে ময়লা, আবর্জনাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা না রাখায় ফৌজদারহাট স্টেশন মাস্টার রতন কান্তি দাশকে সাময়িক বরখাস্ত করেছেন পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন। আজ সোমবার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন জিএম।

এর আগে বেলা ১১টার দিকে ফৌজদারহাট স্টেশন পরিদর্শনে গেলে তিনি স্টেশনের পরিবেশ থেকেই ক্ষুব্ধ হন। ফলে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন দায়িত্বশীল কর্মকর্তাকে।পূর্বাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেলওয়ের প্রতিটি স্টেশনই থাকবে পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে। এসব কাজে স্ব স্ব দায়িত্বশীলরা অবশ্যই দায়িত্ব পালন করবেন। দায়িত্বে অবহেলায় কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, সরকার টাকা দিচ্ছে, কেন কাজকে আমরা ফাঁকি দিবো। সবকিছু নিজের দায়িত্ব মনে করেই কাজ করতে হবে। তবে সরকারের শতভাগ আন্তরিকতা রয়েছে। এতে রেল আরও গতিশীল হবে সেটাই প্রত্যাশা সবসময় করি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শুধু ফৌজদার হাট নন, প্রায় স্টেশনই এমন অবস্থায় থাকে প্রতিনিয়ত। ঊর্ধ্বতন কর্মকর্তারা যখনই পরিদর্শন বা তদারকি করেন, তখনই শুরু হয় পরিষ্কারের কাজ। তাছাড়া চট্টগ্রাম পরিবহণ বিভাগে নিয়মবহির্ভূত বদলী, বে-আইনি পদোন্নতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন তৎপরতায় চলছে রেলওয়ে প্রশাসন। 

এসব ঘটনা এখন নিয়মেই পরিণত হয়েছে। তবে এসব নিয়ে ঊর্ধ্বতন দায়িত্বশীলরা দেখেও না দেখার মতো আছেন এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তবে দ্রুত এসবের সুরাহা না হলে পরিবহণ বিভাগে অচিরেই কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভসহ শৃঙ্খলা ভেঙে যাবে।

সূত্র:বাংলাদেশ প্রতিদিন, ২২ ফেব্রুয়ারি, ২০২১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

2 Trackbacks & Pingbacks

  1. casino online
  2. super pink strain

Comments are closed.