শিরোনাম

অর্ধ-যুগ ধরে স্টেশনে কোনো কর্মী নেই, ধুঁকছে রাজবাড়ী রেলওয়ে

গোয়ালন্দ রেল স্টেশন, রাজবাড়ী

।। রেল নিউজ ।।
রাজবাড়ী রেলওয়ে সেকশনে জনবল সংকটে বন্ধ রয়েছে বেশিরভাগ স্টেশন। নেই টিকিট কাটার ব্যবস্থাও। এতে একদিকে রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে ভোগান্তির শেষ নেই যাত্রীদের।

এখন আর বাজে না ঘণ্টা, নিজের মতো আসে-যায় ট্রেন। এভাবেই চলছে এক সময়ের ব্যস্ততম গোয়ালন্দ রেল স্টেশন। প্রায় ৬ বছর স্টেশনে নেই রেল বিভাগের কোনও কর্মী। যার ফলে নেই যাত্রীদের দুর্ভোগ দেখার কেউ।
একই পরিস্থিতি রাজবাড়ীর অন্য রেলস্টেশনেরও। লোকাল ট্রেন থামলেও নেই টিকিট কাটার ব্যবস্থা। বেশ কয়েকটি স্টেশন পড়ে আছে জরাজীর্ণ অব্স্থায়।
স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, এখানে ঘণ্টা দেয়ার লোক নেই, গেইটম্যানে লোক থাকে না, স্টেশন মাস্টার নেই, আমরা তো কাউকে তেমন খুঁজে পাচ্ছি না। আরেকজন বলেন, এ স্টেশনে একদম কোনো কিছু নেই।
জনবল সংকটের কথা স্বীকার করছে রেলওয়ে কর্তৃপক্ষও। জানান, স্টেশন মাস্টার নিয়োগ না হলে বন্ধ থাকা স্টেশন চালু সম্ভব না।

রাজবাড়ী রেলওয়ে সেকশনের আওতায় ৪৩টি স্টেশন রয়েছে। এরমধ্যে তিনটি রুটে প্রতিদিন ছয়টি ট্রেন যাতায়ত করে।


Comments are closed.