শিরোনাম

নীলফামারীতে রেললাইনে বসে রোদ পোহাতে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু


।। নিউজ ডেস্ক ।।
নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (০৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী রেলওয়ে স্টেশন থেকে ৫ কিলোমিটার দূরে মনসাপাড়া গ্রামের বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা মকসুদুল ইসলাম (৫৫) তার ১০ বছর বয়সী ছেলে ও ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে রেললাইনে বসে রোদ পোহাচ্ছিলেন। নীলফামারী স্টেশন থেকে খুলনার উদ্দেশে খুলনা মেইল ট্রেন দ্রুত গতিতে ছেড়ে আসে। তাদের বাঁচাতে গিয়ে আজম (২৮) নামে স্থানীয় যুবকও কাটা পড়েন।

সৈয়দপুরের পুলিশ সুপার (জিআরপি) সিদ্দিকী তানজিলুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এখানে যারা মারা গেছেন তারাই দুর্ঘটনার জন্য দায়ী।

সূত্র: দ্য ডেইলি স্টার


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

2 Trackbacks & Pingbacks

  1. lsm99
  2. aksara178 link alternatif

Comments are closed.