শিরোনাম

সান্তাহার স্টেশন রোডে ফোনের খুঁটি

সান্তাহার স্টেশন রোডে ফোনের খুঁটি

বগুড়ার সান্তাহার শহরের অতি ব্যস্ত সড়ক স্টেশন রোড। এ সড়কের মাঝখানে ফোনের দুটি খুঁটি দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি করছে। অথচ খুঁটিগুলো সরিয়ে ফেলার ব্যাপারে মাথাব্যথা নেই কারো। স্টেশন রোডের দু পাশে দোকানপাট, আবসিক হোটেল, রেস্টুরেন্ট, টিকিট কাউন্টার, গাড়ির একাধিক স্ট্যান্ড থাকায় স্থানটি জনসমাগম ও গাড়ি চলাচলে ব্যস্ত থাকে সব সময়। খুঁটির কারণে রাস্তায় চলাচলে বিড়ম্বনা বেড়েই চলেছে। বহুবার এ ব্যাপারে পৌর ও বিটিসিএল কর্তৃপক্ষের শরণাপন্ন হলেও ব্যস্ত খুঁটি দুটি অপসারণের উদ্যাগ নেই। অনেক আগে স্থাপিত খুঁটি দুটি রাস্তা প্রশস্তকালে সড়কের মধ্যে পড়ে। এ সময় খুঁটিগুলি না সরিয়ে রাস্তার কাজ শেষ করা হয়! রাস্তার মধ্যে এই প্রতিবন্ধকতার জন্য নানা সমস্যায় পড়তে হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। পরিশেষে, নির্বিঘ্নে পথচারী ও যানবাহন চলাচলের জন্য দ্রুত ফোনের খুঁটি দুটি সরিয়ে ফেলার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া

সুত্র:ইত্তেফাক, ২৬ ফেব্রুয়ারি, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

1 Trackbacks & Pingbacks

  1. ytmp4

Comments are closed.