শিরোনাম

কালুরঘাট সেতুর রোড কার্পেটিং এর উদ্যোগ, ৬ ঘণ্টা বন্ধ থাকেবে যান চলাচল


।। নিউজ ডেস্ক ।।
কালুরঘাট সেতুর ওপর ট্রেন ও যানবাহন চলাচলের ঝুঁকি এড়াতে জরুরি ভিত্তিতে কার্পেটিংয়ের কাজ শুরু হচ্ছে। পিচ উঠে প্রায় পৌনে এক কিলোমিটার দীর্ঘ এই সেতুতে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ।

প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়, চট্টগ্রাম-দোহাজারী সেকশনের জানআলীহাট-গোমদন্ডী স্টেশনের মধ্যবর্তী কালুরঘাট সেতুর ওপর ১৪ মার্চ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৬ ঘণ্টা রোড সার্ফেস কার্পেটিং কাজ করা হবে। এজন্য রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৬ ঘণ্টা সেতুর ওপর সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

কালুরঘাট সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপরও জোড়াতালি দিয়ে চলাচল করছে যানবাহন। সেতু দিয়ে ১০ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে রেলওয়ে কর্তৃপক্ষ।

সূত্রঃ বাংলানিউজ২৪


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.