শিরোনাম

রাজশাহীর উন্নয়নে আলাদা দৃষ্টি দিচ্ছি: প্রধানমন্ত্রী

রাজশাহীর উন্নয়নে আলাদা দৃষ্টি দিচ্ছি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:
উন্নয়নে রাজশাহী কিছুটা পিছিয়ে পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কেন জানি এলাকাটার উন্নতি হয়নি। সেজন্য আমরা রাজশাহীর দিকে আলাদাভাবে দৃষ্টি দিচ্ছি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করছি। রাজশাহীর জন্য আমরা পদ্মা নদী ড্রেজিংয়ের ব্যবস্থা গ্রহণ করেছি। রেল, নৌ এবং আকাশপথের যোগাযোগেরও উন্নয়ন দরকার। আমরা বন্ধ রাজশাহী বিমানবন্দরও চালু করেছি।’
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটের প্রথম বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশি বাজিয়ে এবং সবুজ পতাকা উড়িয়ে বনলতা এক্সপ্রেস ট্রেন চলাচল উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে ঈদ আর জ্যেষ্ঠ মাসের পাকা আম-দুটোই মাথায় রেখে আমরা বনলতা এক্সপ্রেস চালু করলাম। আশা করি, রাজশাহী থেকে আম আসবে। আর ঈদ করতে মানুষ স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে।’

তিনি বলেন, ‘এখন রেলপথ যেন প্রতিটি বন্দরের সঙ্গে যুক্ত হতে পারে সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে পিছিয়ে পড়া এলাকাগুলোতে সহজে কাঁচামাল নিয়ে যাওয়া এবং উৎপাদিত পণ্য পাঠানো যাবে। নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠবে।’

শেখ হাসিনা বলেন, ‘ট্রেনে অল্প খরচে আরামদায়ক ভ্রমণ করা যায়। এটি নিশ্চিত করতে আমরা রেলপথকে আলাদা মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত করেছি। কেননা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে যখন রেল যুক্ত ছিল তখন বাজেটের টাকা ভাগ করার সময় রেল খুবই অল্প পেত। আমরা উন্নয়ন করে যাচ্ছি। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন।’

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে আমরা ক্ষমতায় এসে রেলওয়েকে মুমূর্ষু অবস্থায় দেখলাম। বিএনপি-জামায়াত জোট সরকার দেশের বিভিন্ন স্থানের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করে রেখেছিল। আমরা সেসব রেল যোগাযোগ পর্যায়ক্রমে চালু করছি। রেলের জন্য আমরা নতুন নতুন বগি কিনেছি। কিন্তু বিএনপি-জামায়াত আগুন দিয়ে পুড়িয়েছে। আন্দোলনের নামে সরকারি সম্পদ ধ্বংস করেছে।’

রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের এই নতুন ট্রেনের নাম ‘বনলতা এক্সপ্রেস’ রাখেন প্রধানমন্ত্রী নিজেই। তিনি উদ্বোধন ঘোষণা করেন বেলা ১১টার দিকে। দুপুর ১১ টা ৪৪ মিনিটের দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করে। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপ্রাপ্তরা যাত্রী হিসেবে বিনাটিকিটে এই ট্রেনে যাত্রা করেছেন। বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর মধ্য দিয়ে রাজশাহীবাসীর আরেকটি প্রাণের দাবি পূরণ হলো। ঢাকা-রাজশাহী যোগাযোগে যোগ হলো এক নতুন মাত্রা। পুরণ হলো সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্বাচনী প্রতিশ্রুতি।

এদিকে বনলতা এক্সপ্রেস ট্রেনের যাত্রা উপলক্ষে রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনসহ বেশ কয়েকজন এমপির নেতৃত্বে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রেলমন্ত্রী বলেন, ‘যে দেশ যত উন্নত সে দেশের রেল তত উন্নত। বিরতিহীন ট্রেন চালুর ব্যাপারে এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি ছিল সেটি আজ পূরণ হলো। আশা করছি, রাস্তার ওপর নির্ভরতা, যানজট ও দুর্ঘটনায় প্রাণহানি থেকে মানুষ মুক্ত হবে।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের আম আমরা রেলের মাধ্যমে গোটা দেশে ছড়িয়ে দিতে চাই। সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী একটি ট্রেন যেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়, সেই পরিকল্পনাও আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। এ জন্য চাঁপাইনবাবগঞ্জে ট্রেন পরিষ্কার করার ব্যবস্থা করছি। একটু সময় লাগবে। কিন্তু অচিরেই আমরা কাজটি করতে পারব।’

রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিরতিহীন ট্রেন চালু, এটি যে কত বড় ভাগ্য! কত বড় পাওয়া তা আমি বলে বোঝাতে পারব না।’ ট্রেনটি চালু করার জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরের পরিচালনায় ভিডিও কনফারেন্সে রাজশাহীর উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের এমপি ডা. সালিম উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত নারী আসনের এমপি আদিবা আনজুম মিতা, সাবেক এমপি আখতার জাহান, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক খন্দকার শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সুত্র:ইত্তেফাক,২৫ এপ্রিল, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.