শিরোনাম

টিলা পার হতে পারেনি দুর্বল ইঞ্জিনের ট্রেন

টিলা পার হতে পারেনি দুর্বল ইঞ্জিনের ট্রেন

আখাউড়া-সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় গত বৃহস্পতিবার রাতে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস পাহাড়ি টিলায় উঠতে গিয়ে দুর্বল ইঞ্জিনের কারণে আটকা পড়ে গেছে। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেস ট্রেনটিকে সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়।

আখাউড়া-সিলেট রেলপথের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১২টা ৪ মিনিটে ঢাকাগামী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি শমশেরনগর স্টেশন ছাড়ে। ১৫ মিনিট পর ট্রেনটি ভানুগাছ স্টেশন পাড় হয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রমকালে একটি উঁচু টিলায় উঠতে ব্যর্থ হয়ে সহস্রাধিক যাত্রী নিয়ে পাহাড়ের মধ্যে আটকা পড়ে। পরে ট্রেনটি পেছনের দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে এনে রাখা হয়। রাত আড়াইটায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী মেইল ট্রেন জালালাবাদ এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে ভানুগাছ স্টেশনে আটকা পড়া ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি চালানো হয়। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, দুর্বল ইঞ্জিনের কারণে উপবন এক্সপ্রেস ট্রেনটি প্রায় সাড়ে তিন ঘণ্টা আটকে থাকে। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিন লাগিয়ে ট্রেন চলাচল স্বভাবিক করা হয়।

সুত্র:কালের কন্ঠ,১৪ অক্টোবর, ২০১৭


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.