শিরোনাম

ময়মনসিংহে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কমিউটার ট্রেনে আগুন


।। নিউজ ডেস্ক ।।
দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা টের পেয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রনে আনেন। বুধবার (১৩ জুলাই) বিকেল সোয়া চারটার দিকে ময়মনসিংহের বেগুনবাড়ি রেলওয়র স্টেশন সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেওয়াগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন বেগুনবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় আসতেই এক বগি থেকে আরেক বগির ইলেকট্রিক সংযোগ লাইন লুজ হয়ে শর্ট সার্কিট হয়। এতে ঙ ২০-৪০ বগিতে আগুন ধরে যায়। এ সময় ধোয়ায় বগি অন্ধকার হয়ে গেলে যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা ও যাত্রীরা মিলে আগুন নিয়ন্ত্রনে আনেন।

তিনি আরও বলেন, তবে, এই ঘটনায় তেমন কোনো ক্ষতি হয়নি। পরে ট্রেনটি বিদ্যাগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

ময়মনসিংহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দীপক বলেন, আগুন নেভানোর পর দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি নিরাপদেই ময়মনসিংহ স্টেশনে পৌঁছায়। ট্রেনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। পরে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় তিস্তা এক্সপ্রেস কিছুক্ষণ বিদ্যাগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

সূত্রঃ বাংলানিউজ২৪


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.