শিরোনাম

রেলের চট্টগ্রাম ডিভিশনের প্রথম ডুয়েল গেজ লাইন চালু হচ্ছে কাল

রেলের চট্টগ্রাম ডিভিশনের প্রথম ডুয়েল গেজ লাইন চালু হচ্ছে কাল

সালেহ্ বিপ্লব :
লাকসাম-লালমাই সেকশনে নবনির্মিত এই ডুয়েলগেজ লাইনের ট্রায়াল আজ দুপুরে সফলভাবে সম্পন্ন হয়েছে। লাইট লোকোমটিভ-২৭১২ ও ম্যাক্সের গ্যাংকার দিয়ে এই ট্রায়াল চালানো হয়। ট্রায়াল এখনো চলছে, এতে রেলওয়ের চট্টগ্রাম ডিভিশনের সকল সিনিয়র অফিসার ও পূর্বাঞ্চল রেলওয়ের ব্রিজ ইঞ্জিনিয়ার উপস্থিত আছেন।

কর্মকর্তারা জানান, পূর্বাঞ্চলের চট্টগ্রাম ডিভিশনের প্রথম ডুয়েলগেজ সেকশন লাকসাম টু লালমাই এখন সম্পূর্ণভাবে ট্রেন চলাচলের উপযোগী। এই নতুন লাইনে ট্রেন চলাচল আগামীকাল পুরোপুরি ওপেন করে দেয়া হবে। সেই সঙ্গে পুরাতন লাইনের সংস্কার ও ডুয়েলগেজে রূপান্তরের কাজ শুরু হবে।
রেলপথ বিভাগ এই ডুয়েল গেজ চালুকে রেলের নবদিগন্তে প্রবেশ হিসেবে অভিহিত করেছে। এই লাইন চালুর ফলে ঢাকা চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রুটে রেলের গতি যেমন বাড়বে, কমে আসবে গন্তব্যে পৌছার সময়।

সুত্র:আমাদের সময়, জুন ১৫, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.