শিরোনাম

বিশেষ ট্রেনে ঢাকায় এলো ৮০০ গরু

বিশেষ ট্রেনে ঢাকায় এলো ৮০০ গরু

নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু পরিবহনের সুবিধায় বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে। এই স্পেশাল ট্রেনে গতকাল রবিবার ঢাকায় এসেছে আরো ৮০০ গুরু।

রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম জানিয়েছেন, ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭টি গরু সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। ভাড়া বাবদ ৬৮ হাজার ৩৮০ টাকা আয় হয়। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে আরো একটি স্পেশাল ট্রেন ঢাকায় আসার কথা রয়েছে।

এছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টিসহ মোট ৭০৬টি গরু ও ২০টি ছাগল দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল বেলা সাড়ে ১১টার মধ্যে পৌঁছায়। এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ ৩ লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।

সূত্র:ইত্তেফাক, ১৯ জুলাই, ২০২১


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.