শিরোনাম

লকডাউনের মধ্যে সিলেটে ট্রেন যাওয়ার ঘটনা রেলের নিয়মিত কার্যক্রম -রেলমন্ত্রী

লকডাউনের মধ্যে সিলেটে ট্রেন যাওয়ার ঘটনা রেলের নিয়মিত কার্যক্রম -রেলমন্ত্রী

নিউজ ডেস্ক:

লকডাউনের মধ্যেও শনিবার ঢাকা থেকে যাত্রী নিয়ে সিলেটে আন্তঃনগর ট্রেন যাওয়ার ঘটনাকে রেলের নিয়মিত কার্যক্রম বলে দাবি করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলপথমন্ত্রী বলেন, ওই ট্রেনে করে রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী ও স্টাফদের বেতন বহন করা হচ্ছিল। ট্রেনে থাকা টাকার নিরাপত্তা দিতে কিছু নিরাপত্তাকর্মীকে নেওয়া হয়। এটা রেলের নিয়মিত কার্যক্রম। রবিবার ফোনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রেলপথ মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ঢাকা থেকে সিলেটে যে ট্রেন গিয়েছে, সেখানে সাধারণ কোনো যাত্রী ছিল না। তবুও আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি, ইতোমধ্যে সিলেট স্টেশনের এক নিরাপত্তাকর্মীকে প্রত্যাহার করা হয়েছে। অনিয়ম কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।

রেল সচিব মোফাজ্জেল হোসেন বলেন, এটি কোনো সম্পূর্ণ ট্রেন ছিল না। শুধু ট্রেনের দুটি বগি ইঞ্জিনের সঙ্গে ছিল। এখানে শুধু রেলের স্টাফরাই ছিল, বাইরের লোক ছিল না। ট্রেনটিতে করে আমাদের স্টাফদের বেতন নিয়ে যাওয়া হয়েছিল। ভোলাগঞ্জে রেলের যে পাথর মহল আছে, সেখানে কর্মরত কিছু নিরাপত্তাকর্মী ওই ট্রেনে করে গেছে। মাঝপথে তারা ট্রেনে উঠেছিল তাই লোক বেশি মনে হয়েছে।

সুত্র:ইত্তেফাক, ১৯ এপ্রিল, ২০২০


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.