শিরোনাম

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে প্রশিক্ষিত জনবল তৈরি করছে রেলওয়ে পুলিশ


।। নিউজ ডেস্ক ।।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেলের ছয় জেলায় প্রশিক্ষিত জনবল তৈরি করছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সৈয়দপুরে রেলওয়ে জেলা পুলিশ ব্যারাকের বহুতল ভবন উদ্বোধন শেষে বলে জানান বাংলাদেশ পুলিশ রেলওয়ে হেড কোয়ার্টারের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোঃ দিদার আহম্মদ বিপিএম, পিপিএম।

তিনি আরও বলেন, ট্রেনে পাথর ছুঁড়লে শুধু আহত ব্যক্তিই ক্ষতিগ্রস্ত হন না, বিপর্যয়ের মুখে পড়ে একটি পরিবার। এব্যাপারে রেল লাইনের উভয়পাশে বসবাসকারীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি। পাশাপাশি ট্রেনের নিচে যে সকল অপমৃত্যুর ঘটনা ঘটছে। এটাও তদন্ত বিষয়ে জোর পদক্ষেপ নেয়া হচ্ছে। অনেক সময় অপরাধিরা হত্যাকাণ্ড ঘটিয়ে ট্রেনের নিচে ফেলে ঘটনা ধামা চাপা দিতে পারে। এ বিষয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ।

বহুতল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান, নীলফামারী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ দেলওয়ার মাহফুজ, এডিশনার এসপি শাহ্ মমতাজুল ইসলাম, এএসপি (এইচকিউ) তোবারক আলী, আরআই আফজাল হোসেন, ডিআইও-১ বাহারুল ইসলাম, ওসি (ওয়াচ) মোঃ হাবিবুল আলম প্রমুখ।

উল্লেখ্য, প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে চারতলা ওই ভবনটি নির্মাণ করেছে গণপূর্ত বিভাগ নীলফামারী। এ ভবনে প্রায় ৪ শত রেলওয়ে পুলিশ সদস্য থকতে পারবে।

সূত্রঃ দৈনিক জনকন্ঠ


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

1 Trackbacks & Pingbacks

  1. ufabtb

Comments are closed.