শিরোনাম

৬৭ ট্রেনের সময়সূূচিতে পরিবর্তন আসছে

৬৭ ট্রেনের সময়সূূচিতে পরিবর্তন আসছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ রেলওয়ে নতুন ওয়ার্কিং টাইম টেবিল (ডব্লিউটিটি) চূড়ান্ত করেছে, যেটা হবে সংস্থাটির ৫২ নম্বর টাইম টেবিল। নতুন এ টাইম টেবিলে ৬৭টি আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন হচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর এটি কার্যকর হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, নতুন টাইম টেবিলে পূর্বাঞ্চলে ৪৮টি ট্রেনের মধ্যে ২৮টির এবং পশ্চিমাঞ্চলের ৫৬টি ট্রেনের মধ্যে ৩৯টি ট্রেনের সময়সূচি পরিবর্তন হচ্ছে। যাত্রার সময় পরিবর্তনের পাশাপাশি গন্তব্যে পৌঁছার সময়ও বাড়ছে অধিকাংশ ট্রেনের। এছাড়াও নতুন টাইম টেবিলে সিংহভাগ ট্রেনের রানিং টাইম (প্রারম্ভিক স্টেশন থেকে গন্তব্যে পৌঁছার সময়) বাড়ানো হচ্ছে। 

জানতে চাইলে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বণিক বার্তাকে বলেন, ‘নতুন টাইম টেবিলের সময়সূচি পরিবর্তনের বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে সময়সূচি পরিবর্তনসহ টাইম টেবিল কার্যকরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’

কার্যকরের অপেক্ষায় থাকা টাইম টেবিলের নথি পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের জনপ্রিয় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের গন্তব্যে পৌঁছার সময় বাড়ছে ১০ মিনিট। বর্তমানে মন্দবাগ স্টেশনে সুবর্ণ ও সোনার বাংলার ক্রসিং হওয়ার কথা থাকলেও নতুন টাইম টেবিলে ক্রসিং হবে আখাউড়া থেকে লাকসাম সেকশনের যেকোনো স্টেশনে। এ সেকশনটি সিঙ্গেল লাইন হওয়ার পাশাপাশি ডাবল লাইনে সম্প্রসারণ প্রকল্পের কাজ চলমান থাকায় ৭০২ নং সুবর্ণ এক্সপ্রেসের রানিং টাইম ১০ মিনিট বাড়বে। বর্তমানে চালু না থাকলেও ঢাকা থেকে নোয়াখালী পর্যন্ত এক জোড়া আন্তঃনগর ট্রেনের সময়সূচি সংযোজন করা হয়েছে নতুন টাইম টেবিলে। প্রস্তাবিত ট্রেনটির নাম প্রধানমন্ত্রী অনুমোদন করলেই প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। বেলা ৩টায় নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে প্রস্তাবিত ট্রেনটি। এছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অর্ধেকেরও বেশি ট্রেনের রানিং সময় বেড়ে গেছে ট্র্যাক সংস্কার ও প্রকল্প বাস্তবায়নজনিত কারণে। তবে সময়সূচি পরিবর্তনসাপেক্ষে অনেক ট্রেনের রানিং সময় কমিয়েও এনেছে রেলওয়ে।

নতুন টাইম টেবিল অনুযায়ী, পূর্বাঞ্চলের ৭০১ নং সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৭টার পরিবর্তে ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে, ৭০২ নং সুবর্ণ বেলা ৩টার পরিবর্তে বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। এছাড়া ঢাকা-সিলেট রুটের পারাবত সকাল ৬টা ৩৫ মিনিটের পরিবর্তে ৬টা ২০ মিনিটে, পারাবত সিলেট থেকে বেলা ৩টার পরিবর্তে ৩টা ৪৫ মিনিটে, জয়ন্তিকা (ঢাকা-সিলেট) বেলা ১১টা ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২টা, জয়ন্তিকা (সিলেট-ঢাকা) সকাল ৮টা ৪০-এর পরিবর্তে বেলা ১১টা ১৫ মিনিটে, মহানগর এক্সপ্রেস (ঢাকা-চট্টগ্রাম) রাত ৯টার পরিবর্তে ৯টা ২০ মিনিটে, অগ্নিবীণা (ঢাকা-তারাকান্দি) ৯টা ৪৫-এর পরিবর্তে ৯টা ৫০ মিনিটে, অগ্নিবীণা (তারাকান্দি-ঢাকা) ৪টা ৫০-এর পরিবর্তে ৫টা ২০ মিনিটে, এগারসিন্দুর প্রভাতী (কিশোরগঞ্জ-ঢাকা) সকাল ৬টা ৫০-এর পরিবর্তে ৬টা ৩০ মিনিটে, উপবন (ঢাকা-সিলেট) রাত ৯টা ৫০-এর পরিবর্তে ৮টা ৩০ মিনিটে, উপবন (সিলেট-ঢাকা) রাত ১০টার পরিবর্তে ১১টা ৩০ মিনিটে, ব্রহ্মপুত্র (ঢাকা-দেওয়ানগঞ্জ) সন্ধ্যা ৬টার পরিবর্তে ৬টা ১৫ মিনিটে, যমুনা (ঢাকা-তারাকান্দি) বিকাল ৪টা ৪০-এর পরিবর্তে ৪টা ৪৫ মিনিটে, যমুনা (তারাকান্দি-ঢাকা) দিবাগত রাত ২টা ১০ মিনিটের পরিবর্তে রাত ২টায়, এগারসিন্দুর গোধূলি (ঢাকা-কিশোরগঞ্জ) সন্ধ্যা ৬টা ৩০-এর পরিবর্তে ৬টা ৪০ মিনিটে, এগারসিন্দুর গোধূলি (কিশোরগঞ্জ-ঢাকা) রাত ১২টা ৩০-এর পরিবর্তে ১২টা ৫০ মিনিটে, কালনী (সিলেট-ঢাকা) সকাল ৭টার পরিবর্তে ৬টা ১৫ মিনিটে, হাওর (ঢাকা-মোহনগঞ্জ) রাত ১১টা ৫০-এর পরিবর্তে ১০টা ১৫ মিনিটে, হাওর (মোহনগঞ্জ-ঢাকা) সকাল ৮টা ৩০ মিনিটের পরিবর্তে ৮টায়, কিশোরগঞ্জ এক্সপ্রেস (ঢাকা-কিশোরগঞ্জ) সকাল ১০টা ৩৫-এর পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে, কিশোরগঞ্জ এক্সপ্রেস (কিশোরগঞ্জ-ঢাকা) বেলা ২টা ৪০-এর পরিবর্তে বিকাল ৪টায়, বিজয় (চট্টগ্রাম-ময়মনসিংহ) সকাল ৭টা ২০ মিনিটের পরিবর্তে ৭টায়, বিজয় (ময়মনসিংহ-চট্টগ্রাম) রাত ৮টার পরিবর্তে ৮টা ৩০ মিনিটে এবং মোহনগঞ্জ এক্সপ্রেস (মোহনগঞ্জ-ঢাকা) রাত ৯টা ৩০ মিনিটের পরিবর্তে ৯টায় গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

অন্যদিকে পশ্চিমাঞ্চল রেল রুটের বেনাপোল এক্সপ্রেস বর্তমানে ঢাকা থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে গেলেও নতুন টাইম টেবিলে ছাড়বে ১১টা ৫০ মিনিটে। নতুন চালু হওয়া পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩ নং ট্রেন) রাত ১২টা ১০ মিনিটের পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। এছাড়াও ৭০৫ নং একতা এক্সপ্রেসের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ১৫ মিনিট বাড়িয়ে সকাল ৭টা ১৫ মিনিট, ৭০৬ নং একতা এক্সপ্রেসের সময় ১০ মিনিট বেড়ে রাত ৯টা করা হয়েছে।

এছাড়া ৭১৩ নং করতোয়া ৯টার পরিবর্তে ৯টা ১৫ মিনিট, ৭১৪ নং করতোয়া বেলা ৩টা ৪০-এর পরিবর্তে ৪টা, ৭১৫ নং কপোতাক্ষ সকাল ৬টা ৩০-এর পরিবর্তে ৬টা ১৫ মিনিট, ৭২৫ নং সুন্দরবন রাত ৮টা ৩০-এর পরিবর্তে ১০টা ১৫ মিনিট, ৭২৬ নং সুন্দরবন সকাল ৬টা ২০-এর পরিবর্তে ৮টা ১৫ মিনিট, ৭২৮ নং রূপসা সকাল ৮টার পরিবর্তে ৮টা ৩০ মিনিট, ৭৩৪ নং তিতুমীর বেলা ২টার পরিবর্তে ২টা ২০ মিনিট, ৭৫১ নং লালমনি রাত ১০টা ১০-এর পরিবর্তে ৯টা ৪৫ মিনিট, ৭৫২ নং লালমনি রাত ১০টা ৪০-এর পরিবর্তে ১০টা ২০ মিনিট, ৭৫৩ নং সিল্কসিটি বেলা ২টা ৪০-এর পরিবর্তে ২টা ৪৫ মিনিট, ৭৫৮ নং দ্রুতযান সকাল ৯টা ১৫-এর পরিবর্তে ৮টা ১০ মিনিট, ৭৫৯ নং পদ্মা রাত ৯টা ১০ মিনিটের পরিবর্তে ৯টা, ৭৬১ নং সাগরদাঁড়ি বেলা ৩টার পরিবর্তে ৪টা, ৭৬৩ নং চিত্রা সকাল ৮টা ৪০-এর পরিবর্তে ৯টা, ৭৬৫ নং নীলসাগর সকাল ৮টার পরিবর্তে ৬টা ৪০, ৭৬৬ নং নীলসাগর রাত ৯টা ২০-এর পরিবর্তে ৮টা, ৭৬৭ নং দোলনচাঁপা বেলা ১টা ৩০-এর পরিবর্তে ১টা ২০ মিনিট, ৭৬৮ নং দোলনচাঁপা সকাল ৬টা ১০-এর পরিবর্তে ৬টা ১৫ মিনিট, ৭৭১ নং রংপুর এক্সপ্রেস সকাল ৯টার পরিবর্তে ৯টা ১৫ মিনিট, ৭৭২ নং রংপুর এক্সপ্রেস রাত ৮টার পরিবর্তে ৮টা ২০ মিনিট, ৭৭৯ নং পাবনা এক্সপ্রেস বেলা ২টার পরিবর্তে ভোর ৫টা ৪৫ মিনিট, ৭৮০ নং পাবনা এক্সপ্রেস সকাল ১০টা ৪০-এর পরিবর্তে বিকাল ৫টা, ৭৮৩ নং টুঙ্গিপাড়া এক্সপ্রেস সকাল ৮টা ১০-এর পরিবর্তে ৬টা ৩০ মিনিট, ৭৮৪ নং টুঙ্গিপাড়া এক্সপ্রেস সকাল ৯টা ২০-এর পরিবর্তে বেলা ৩টা ৩০ মিনিটে গন্তব্যের উদ্দেশে প্রারম্ভিক স্টেশন ছেড়ে যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ে পরিবহন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনের পাশাপাশি মেইল, এক্সপ্রেস, কনটেইনার ও গুডস ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আসছে। প্রায় দুই বছর পর হলেও টাইম টেবিল চূড়ান্ত হয়েছে। এটি বাস্তবায়ন হলে ট্রেন পরিচালনার ত্রুটি-বিচ্যুতি কমে আসার পাশাপাশি ট্রেন সেবার মান আরো বাড়বে।

সুত্র:বণিক বার্তা, নভেম্বর ২২, ২০১৯


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

Comments are closed.