শিরোনাম

ইউক্রেন যুদ্ধের প্রভাব ভারতে, কাঁচামালের অভাবে চার মাসে তৈরি মাত্র ৫৩ রেল কোচ


।। আন্তর্জাতিক ।।
ইউক্রেন যুদ্ধের থাবা এবার ভারতীয় রেলে। রেলের কোচ তৈরির বিষয়টি নিয়ে বেশ হতাশজনক পরিসংখ্যান সামনে এসেছে ভারতীয় রেলওয়েতে। চলতি বছরের চার মাসে মাত্র ৫৩টি কোচ তৈরি হয়েছে। যেখানে প্রথমে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল কম করে ৭৩০টি কোচ তৈরির।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল না পাওয়ার জন্য উৎপাদন ব্যহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

রেলের তরফে জানানো হয়েছে ইএমইউ/এমইএমইউ-এর ৭৩০টি কোচের মধ্যে যে ৫৩টি কোচ তৈরি হয়েছে, তার মধ্যে পঞ্জাবের কাপুরথলায় ২৮টি, চেন্নাইয়ে ১৪টি এবং রায়বরেলিতে ১১টি কোচ তৈরি হয়েছে৷ ইএমএই/এমইএমএই ট্রেনগুলো মূলত অতি স্বল্প বা স্বল্প দূরত্বে যাতায়াত করে৷

সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে লেখা হয়েছে, এই হিসেব ২৫ জুলাই পর্যন্ত৷ রেল বোর্ডের শীর্ষ কর্তাদের বৈঠকে কম পরিমান কোচ-চাকা তৈরির বিষয়টি মেনে নিয়েছেন৷ তবে, জরুরি ভিত্তিতে যাতে লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়, সে পদক্ষেপ করা হচ্ছে বলেও রেলের তরফে জানানো হয়েছে৷


Comments are closed.