শিরোনাম

রাজার হাটে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

রাজার হাটে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

এনামুল হক:

আজ সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলার রাজার হাট স্টেশনে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ এর যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী । এ সময় রাজারহাট রেল স্টেশনে রমনা ট্রেন পৌঁছালে ট্রেন থামিয়ে মানববন্ধন করা হয়। উক্ত মানববন্ধনে উস্থিত ছিলেন,প্রভাষক আব্দুল কাদের,খন্দকার আরফি,মাসুদ মিয়া ,সুজা সরকার সহ সকল পেশার মানুষ ।এ সময় বক্তারা বলেন, ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি চালুর পেছনে রাজার হাট উপজেলার সাধারণ মানুষের চাওয়া ছিল। তাই এখানকার মানুষের অধিকার রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে যাত্রা করার।  তাই অবিলম্বে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাজার হাট স্টেশনে যাত্রা বিরতির দাবি জানান। তারা আরও বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাজার হাট স্টেশনে যাত্রা বিরতি না দিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষনা করবেন।


About the Author

RailNewsBD
রেল নিউজ বিডি (Rail News BD) বাংলাদেশের রেলের উপর একটি তথ্য ও সংবাদ ভিত্তিক ওয়েব পোর্টাল।

2 Trackbacks & Pingbacks

  1. สล็อตเว็บตรง
  2. KIU

Comments are closed.